Talent Stationary
icon 0
icon

Your order.

There are no items in your Cart.

অলসতা নাকি গড়িমসি?

November 08, 2023 02:20:16 PM
Cover

গড়িমসি করা যদি অলসতা না হয়, তাহলে কী? এই ব্যাপারে জানতে আমাদেরকে এটা ব্যুৎপত্তিগতভাবে একটু জানতে হবে। গড়িমসির ইংরেজি হচ্ছে Procrastination যা কিনা ল্যাটিন ক্রিয়াপদ Procrastinare থেকে উদ্ভূত হয়েছে, বাংলা করলে দাঁড়ায় - আজ নয়,আগামীকাল করবো। আগামীকাল আসলে শুভংঙ্করের ফাঁকি। বর্তমানে সিদ্ধান্তমূলক করনীয় কাজের গতিরোধক। এই ক্ষতি আমাদেরকে জনম জনম ভুগিয়ে আমাদের প্রডাক্টিভিটি কমিয়ে দেয়। মানুষের ব্রেইণের জন্য একই কাজের পুনরাবৃত্তি একটি বিরক্তিকর ব্যাপার। ধরুন আপনি একটি কাজ শুরু করলেন তারপর সেটি শেষ না করে আগামীকালের জন্য ফেলে রাখলেন অথচ ফেলে রাখার কোনো কারণ নেই। আজকেই এটা করা সম্ভব এবং এর জন্য আজকে পর্যাপ্ত সময়ও রয়েছে। পরেরদিন শুরু করলেন গতদিনের অসমাপ্ত কাজ দিয়ে। পুনরাবৃত্তির ফলে আপনার মাঝে আজকে প্রডাক্টিভিটি কমে গিয়েছে। কারণ গতকালের ফেলে রাখা কাজ আজকে আপনাকে নতুন কাজের সূচনায় বাধা দিয়েছে। আর এভাবেই আমরা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে নিজেদের বুদ্ধিভিত্তিক কর্মদক্ষতার অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আর ভাবি এবং মানুষ ভাবে এটা অলসতা। আসলে অলসতা হচ্ছে একটি নিষ্ক্রিয় অবস্থা। কাজ না করা আর কাজ আগামীকালের জন্য ফেলে রাখা এক বিষয় নয়।

যিনি কাজ করে না, যার কাজের সামান্যতম শুরুই নেই তার আগামীকালের জন্য ফেলে রাখার অবশিষ্ট কিছু নেই। এখানেই হচ্ছে গড়িমসি এবং অলসতার মাঝে পার্থক্য। গড়িমসি করার সময় আমরা সবাই বুঝি যে এমন করার কোনো অর্থ নেই, আজকেই করা দরকার এবং করা যায়। তবুও ফেলে রাখি। মনোবিজ্ঞানে গড়িমসির কারণ হচ্ছে 'মুড অফ' হয়ে যাওয়া। ধরুন কোনো কাজ শুরু করার পরে সেই কাজের মাঝেই নানাবিধ বিষয়বস্তুর ফলে একমুখি ধ্যানে যখন কাজটা করতে বাধাগ্রস্থ হচ্ছেন তখন সেই কাজে একটা পর্যায়ে মুড অফ হয়ে যায়, কিংবা মানসিকভাবে দুশ্চিন্তা,বিরক্তি এবং একঘেয়েমি থেকেও বিচ্ছিন্ন অবস্থা তৈরি হতে পারে অথবা এসব ছাড়াও কোনো কারণে যদি মুড অফ হয়ে যায় সেটা Procrastination এর কারণ। অনেকেই বলতে পারে আমার মুড অফ না কোনো কারণেই, তবুও কেনো গড়িমসি অবস্থা বিরাজমান থাকে। আমরা যেকোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখবো এজন্য একটা মোটিভ দরকার, আদৌ কি মোটিভ সবসময় থাকে? যদি মোটিভ না থাকে তাহলে নিজের হাতে নিজের প্রোডাক্টিভিটি নষ্ট করলাম।ফোকাস ক্লিয়ার না, ভিশন সেট না এবং মিশনে অগ্রগামী হতে চাই না। চাইলেও আসলে যত্নবান না। গড়িমসি করা একটি ব্যাধি, অযৌক্তিক অনুশীলন এবং ক্ষতিকর অবস্থার সূচনা। এর জন্য দরকার বিপরীতমুখী অনুশীলন। একশন বেইজড টাইমফ্রেমে কাজ করা লাগবে। গড়িমসি ছাড়তে নিজের কাজের প্রতি যত্নবান হবার বিকল্প নেই। কল্পনার রুপকথায় হারিয়ে যাবার সুযোগ নেই। ভিন্নরকম গল্পের লেখক নিশ্চয়ই গড়িমসি থেকে বের হতে চায়। কিভাবে লিখবেন,সিদ্ধান্ত নিজের কাছে।

ionicons-v5-q