Your order.
There are no items in your Cart.
বোর্ড ফাইনাল পরীক্ষার আগে গোছানো প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই। কারণ এই সময় টেনশন কাজ করে, তাড়াহুড়ো মনোভাব বিরাজমান থাকে। ফলে আয়ত্তে থাকা বিষয়ও মনে থাকে না। এজন্য পড়াশোনার শুরু থেকেই নোট নেয়া, টীকা ব্যবহার করা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো মার্ক করা, প্রয়োজনে চট করে বের করা যায় এমন যেকোনো বুদ্ধিভিত্তিক পন্থা অবলম্বন করা অত্যন্ত জরুরী। এসব গুরুত্ব দিয়ে করতে পারলে পরীক্ষার আগে টেনশন কমে যায়, প্রস্তুতি ভালো হয়। ঠান্ডা মাথায় ঘুমিয়ে দুঃশ্চিন্তামুক্ত হয়ে হলে যাওয়া যায়। এছাড়াও গোছানো কাজে প্রডাক্টিভ থাকা যায়। মানুষের ব্রেইন সরল প্রক্রিয়ায় যতো দ্রুত রেসপন্স করতে পারে,কমপ্লেক্স প্রক্রিয়ায় ঠিক তেমনভাবে রেসপন্স করতে পারে না। আমাদের ব্রেইনে যে নিউরোট্রান্সমিটার রয়েছে সেটার ছিনতাই হলে প্রডাক্টিভিটি শেষ। কারণ উত্তেজিত অবস্থায় ডোপামিন নিঃস্বরণে নিউরোট্রান্সমিটার ছিনতাই হয়ে যায়। আর তখনই আমরা হারিয়ে যাই অজুত নিজুত কল্পনায়,যেই কল্পনা আমার সফলতার পথে বাধা, আমার সার্বিক প্রিপারেশনের প্রতিবন্ধক। এজন্য পরীক্ষার পূর্বে উত্তেজিত,বিচলিত এবং দুশ্চিন্তা এড়াতে গোছানো প্রস্তুতির বিকল্প নেই। আর সেই গোছানো প্রস্তুতি গ্রহণে করনীয় বিষয় কি সেগুলো ব্যক্তি নির্ভর পরিকল্পনাই শ্রেয়।
Discover our selection of popular publications covering a wide range of topics in the world of Talent Stationary. Explore insightful articles and stay informed with valuable resources to spark your inspiration and creativity.