Talent Stationary
icon 0
icon

Your order.

There are no items in your Cart.

সহানুভূতি নাকি সহমর্মিতা?

November 08, 2023 11:14:02 AM
Cover

সদ্য ঘটে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ট্রাজেডি সেখানের প্রতিটি ব্যবসায়ীর হৃদয়ে এখনো দগদগে ক্ষতের মতো,দুঃস্বপ্নের মতো ধাওয়া করে বেড়ায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের একজন আমার পরিচিত ভাই। সেদিন গেলাম তার সাথে দেখা করতে। কথা প্রসঙ্গ,ঘটে যাওয়া ট্রাজেডি এবং পরবর্তী পরিকল্পনা। ভেংগে পড়া মানুষটিকে নানাভাবে সহানুভূতি দিয়ে স্বাভাবিক হয়ে আবার শুরু করার কথা বলি,সান্তনা দেই। আমার বোঝানোর সময় তিনি চুপ করে শুনলেন পুরোটা সময়,কোনো কথা বললেন না। আমি বুঝিয়ে বাসার পথ ধরি। গতকাল তারই এক ঘনিষ্ঠজনের মাধ্যমে জানতে পারলাম তার নিকট নতুন করে ব্যবসায় শুরু করার মতো অবশিষ্ট কোনো নগদ অর্থ নেই। যার ফলে সবাই ঘুরে দাড়াবার কথা বললেও তিনি দাড়াতে পারছেনা,রসদ নেই। এই কথা শুনার পরে আমার উপরের ছবিতে লেখা প্রশ্নের কথাটা মনে পড়ে গেলো। ২০১৫ সালে আমি যখন ব্যবসা শুরু করি তখন পরিচিত অনেকেই অনেক লাভজনক ব্যবসা করার পরামর্শ দিলেও আমি শুধু শ্রোতার ভূমিকায় ছিলাম। আমার কাছে টাকা ছিলো না। আমাকে সবাই নানাভাবে নানা বিষয়ে সহানুভূতি দিলেও কেউ আমার হাত ধরে সহোযোগীতার মাধ্যমে সহমর্মী হয়নি। সহানুভূতি জানানোর চেয়ে সহমর্মী হয়ে মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি। কিন্তু এখানে আমরা দুটো বিষয় এক করে ফেলি। সহানুভূতি(Sympathy) এবং (সহমর্মিতা)Empathy কে একই বিষয় ভেবে মানুষের সাথে আচরণ করি। মূলত দুটো আলাদা বিষয়। সহানুভূতি হচ্ছে সান্তনা দেয়া,দুঃখ প্রকাশ করা,ভাবের মেলবন্ধনে কথা বলা। আর সহমর্মিতা হচ্ছে নিজেকে ভুক্তভোগী মানুষের জায়গায় কল্পনা করা,তার জায়গায় নিজেকে বসিয়ে তার অবস্থা উপলব্ধি করা। আমি যখন সহমর্মী হবো তখন শব্দ কম হবে কিন্তু কাজ বেশি হবে। কারণ সবাই পরিবর্তন চায় কিন্তু দুর্বলতার বলয় থেকে সহজেই বের হওয়া যায় না যার ফলে সব কিছুই নির্দিষ্ট সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে। এই উপলব্ধি এবং পার্থক্যের শিক্ষা মানুষকে সফল মানুষে পরিণত করে। কার্যকর পদক্ষেপ নিতে ব্যতিব্যস্ত করে।
We cannot conquer the world but we can make the world a better place.

ionicons-v5-q